নয়াদিল্লি: সোমবার ভরসন্ধ্যায় দিল্লির (Delhi Blast) লালকেল্লা মেট্রো স্টেশনের (Blast Car Near Lal Quila Metro Station) কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পরপর পাঁচট গাড়িতে আগুন লেগে যায়। পার্কিং লটের বাইরে রয়েছে বাড়ি ও দোকান। ব্যস্ত সময়ে পার্কিং লটে ভিড় থাকাটা স্বাভাবিক। সেই জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনএইএ ও এনএসজি দল। বিস্ফোরণের পরেই দিল্লি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট
লালকেল্লার কাছে জোড়া গাড়িতে বিস্ফোরণ। মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্রে খবর, লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে।সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পরপর পাঁচটি গাড়িতে আগুন লেগে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমকলের ৭টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বিস্ফোরণের আশপাশে ভিড় করে রয়েছেন অনেকেই। দিল্লি পুলিশ বলেছে, ‘অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন। তবে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় এনআইএ এবং এনএসজি। ফরেন্সিক দলও ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর।
আরও পড়ুন: ২৯০০ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত! কাশ্মীর পুলিশের নজরে এক মহিলা ডাক্তারও?
দিল্লির অদূরে ফরিদাবাদে এক ভাড়াবাড়িতে সোমবার হানা দেয় রিয়ানা এবং কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। উদ্ধার করা হয় ৩৬০ কেজি বিস্ফোরক এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র। ২০টি বোমার টাইমার, রিমোট এবং ওয়াকিটকিও ছিল ওই বিস্ফোরকের সঙ্গে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে জইশ জঙ্গিদের যোগ রয়েছে। আনসার ঘাজওয়াত-উল-হিন্দ নামের আর এক পাকিস্তানি গোষ্ঠীর খোঁজও মিলেছে। তার পরেই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা স্বভাবতই ভাবাচ্ছে তদন্তকারীদের। নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না এনআইএ। এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেখুন ভিডিও







